• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট


জেলা প্রতিনিধি, রাজবাড়ী আগস্ট ১২, ২০২৪, ০৫:২৮ পিএম
রাজবাড়ীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

রাজবাড়ী: রাজবাড়ীতে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় কাঠ ব্যবসায়ী আলম দেওয়ান (৬০) ও তার স্ত্রী ফরিদা বেগমকে (৪৫) কুপিয়ে জখম করা হয়। আহত অবস্থায় তাদেরকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলম দেওয়ানের ছেলে সোহান দেওয়ান বলেন, রাত ১২টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে বাবা-মায়ের চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। এ সময় আমি প্রতিবেশীদের ডাকার চেষ্টা করি। পরে রুমে এসে দেখি, বাবা-মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাকাতরা রাত ১টার দিকে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমার বাবা-মাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় মায়ের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ছাড়া ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে।

সোহান বলেন, ডাকাতরা চার থেকে পাঁচজন ছিল। তারা আমার বাবার মাথায় কুপিয়ে জখম করাসহ মারধর করেছে। এ ছাড়া মায়ের পায়ে কুপিয়ে জখম করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, আমরা আজ থেকে থানার কার্যক্রম শুরু করেছি। বসন্তপুরে ডাকাতির ঘটনাটি আমি শুনেছি। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ করতে বলেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এমএস

Wordbridge School
Link copied!