• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

পাবনায় ট্রেন চলাচল শুরু; যাত্রীদের কণ্ঠে স্বস্তির সুর


পাবনা প্রতিনিধি আগস্ট ১৩, ২০২৪, ০৭:২৩ পিএম
পাবনায় ট্রেন চলাচল শুরু; যাত্রীদের কণ্ঠে স্বস্তির সুর

পাবনা: ২৪ দিন বন্ধ থাকার পর সারাদেশের মতো পাবনাতেও মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্বল্প পরিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল। ঈশ্বরদী জংশন স্টেশন থেকে লোকাল ও কমিউটার ট্রেন ছেড়ে যায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবা শাহীনুর জানান, ভোর পাঁচটার দিকে ঈশ্বরদী জংশন  রেলস্টেশন থেকে ঢাকা অভিমুখে একটি নাইনটি নাইন আপ কমিউটার, সকাল সাতটার দিকে রহনপুর অভিমুখে একটি কমিউটার ট্রেন ছেড়ে যায়। এছাড়া রাজশাহী থেকে সকাল সোয়া আটটায় ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে দশটায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে খুলনা অভিমুখে যাত্রা করে।

এদিকে, ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে খুলনা যাচ্ছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। বলেন, রাজশাহীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ছাত্র আন্দোলনে আটকা পড়েছিলাম। অবশেষে আজ স্বামীর বাড়িতে ফিরছি। ওখানে আমার স্বামী-শ্বশুড়রা বাড়িতে একা খুব সমস্যার মধ্যে ছিল।

কথা হয় ট্রেন যাত্রী সাইফুল ইসলামের সাথে। জানান, এতদিন ট্রেন বন্ধ থাকায় খুব সমস্যা হয়েছে যাতায়াতে। আমি সরচরাচর ট্রেনে চলাচল করতে স্বাচ্ছন্দবোধ করি। আশা করি সব সংকট কাটিয়ে ট্রেন আবার আগের মতো সব চলবে।

পাকশি পশ্চিমাঞ্চল বিভাগ কার্যালয় সুত্র জানায়, এই বিভাগীয় রেলপথের বিভিন্ন জেলায় মঙ্গলবার থেকে ১১ জোড়া লোকাল, কমিউটার ট্রেন চলাচল শুরু হয়।

এমএস

Wordbridge School
Link copied!