• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি, ফরিদপুর আগস্ট ১৪, ২০২৪, ০২:০৫ পিএম
ভাঙ্গায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ইসাহাক মাতুব্বর (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদি গ্রামের উত্তর পাড়ায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত ইসাহাক মাতুব্বর (৩৫) ওই গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন স্ত্রী প্রবাসে থাকায় ইসাহাক মাতুব্বর মানসিক সমস্যায় ভুগছিলেন।

সোমবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। সকালে ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে দরজা খুলতে বলে। কিন্তু সে বের না হওয়ায় সবার সন্দেহ হয়। পরে এলাকাবাসী ভাঙ্গা থানায় খবর দিলে পুলিশ ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাকিব জানান, চুমুরদী ইউনিয়নের চুমুরদি উত্তর পাড়া থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছি।

এমএস

Wordbridge School
Link copied!