চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে আইদি পরিবহনের বাসচাপা পড়ে তৌহিদুল ইসলাম (২৪) নামে মোটরসাইল চালক মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনির নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মাহবুবুল আলম জানান, আইদি পরিবহনের একটি বাস চাঁদপুর থেকে কচুয়ার জগতপুরগামী ছিল। বিপরীত দিক থেকে বাইক নিয়ে আসা বাইকার তৌহিদুল ইসলাম একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) শামীমা আক্তার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বাকিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, সদ্য বিবাহিত তৌহিদুল ইসলাম। সকালে তার স্ত্রীকে বাইকযোগে হাজীগঞ্জে নামিয়ে দিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদহ হস্তান্তর করা হবে।
এমএস