• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১


জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ আগস্ট ১৪, ২০২৪, ০৬:৪৯ পিএম
বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, আটক ১

মুন্সিগঞ্জ: বেক্সিমকো ফার্মার এক ঔষধ সরবরাহের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ঔষধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ক্যাভার ভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেয় শিক্ষার্থীরা। পরে সিগন্যাল অমান্য করে কাভার ভ্যানের চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে গাড়িটি থামাতে সক্ষম হয়।

এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভিতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভিতরে কস্টিপ পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা শেষে আটক কাভার ভ্যান চালক সোহাগ (৩৫) সহ উদ্ধারকৃত মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক কাভার ভ্যানচালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াত পুর ইউনিয়নের জেল হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অজ্ঞাত একজন।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খাঁন জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি কাভার ভ্যান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তবে শিক্ষার্থীদের তল্লাশি চলাকালে পালিয়ে গেছে অজ্ঞাত এক ব্যক্তি। ফলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া জব্দকৃত ইয়াবা ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আটকৃত কাভার ভ্যান চালকে আগামীকাল সকালে প্রেরণ করা হবে আদালতে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মালিকানাধীন প্রতিষ্ঠান।

এমএস

Wordbridge School
Link copied!