• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি আগস্ট ১৪, ২০২৪, ০৮:৩৩ পিএম
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী সাবেক ইউপি সদস্য রহম আলী (৭৫) নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশু হাসপাতালে নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহম আলী উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের মাঠ পাড়ার মৃত এলাহী বক্সের ছেলে।

কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেল যোগে তিনি জীবননগর বাজারে যাচ্ছিলেন। পথেমধ্যে জীবননগর পশু হাসপাতালের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা ফাহিম ফয়সাল নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে পড়ে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম জাবীদ হাসান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে, চালক ও সহকারী পলাতক। 

এমএস

Wordbridge School
Link copied!