• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ 


জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি  আগস্ট ১৫, ২০২৪, ০৩:১৪ পিএম
বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ 

খাগড়াছড়ি : শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এরপর শহরের শাপলা চত্বর এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করা হয়। 

মিছিলটি শাপলা চত্বর হয়ে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে গণসমাবেশ করা হয়।  
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর উপস্থিত ছিলেন। 

এমএস

Wordbridge School
Link copied!