• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

বান্দরবানে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে কিশোর নিখোঁজ


জেলা প্রতিনিধি, বান্দরবান আগস্ট ১৬, ২০২৪, ০৫:২৭ পিএম
বান্দরবানে সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে কিশোর নিখোঁজ

বান্দরবান: বান্দরবানে মার্মা বাজার ঘাটে সাঙ্গু নদীতে সাঁতরে পার হওয়ার সময় মো. মারুফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো. মারুফ বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, নিখোঁজ মো. মারুফ ও বিজয় মল্লিক দুই বন্ধু সাঙ্গু নদীর বালাঘাটা ঘাট থেকে সাঁতরে মার্মা বাজার ঘাটে পার হওয়ার সময় মারুফ নিখোঁজ হয়। অন্যজন বিজয় মল্লিক মার্মা বাজার ঘাটে পার হয়ে স্থানীয়দের নিখোঁজের বিষয়টি জানায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালায়। তবে প্রতিবেদনটি লেখা বেলা ৩টা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বান্দরবান ফায়ার সার্ভিস টিম লিডার বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, সাঙ্গু নদীতে নিখোঁজের ঘটনা খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বান্দরবান ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে জানিয়েছি। চট্টগ্রামের ডুবুরি টিম ব্যস্ত থাকায় রাঙ্গামাটি থেকে একটি ডুবুরি দল বান্দরবানের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান তিনি।

এমএস

Wordbridge School
Link copied!