• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল


মৌলভীবাজার প্রতিনিধি আগস্ট ১৮, ২০২৪, ১১:৩৩ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল

মৌলভীবাজার : মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা।

শনিবার (১৭ আগস্ট) রাতে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয় পরিচয় দিতে পারবে না বলেও সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিবসহ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ক।

আসাদুল্লাহ আল গালিব জানান, সমন্বয়হীনতা ও পদের অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মৌলভীবাজার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।

এমটিআই

Wordbridge School
Link copied!