• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পূর্বধলায় মন্দিরে চুরির ঘটনায় আটক ১


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি  আগস্ট ১৮, ২০২৪, ০২:০৮ পিএম
পূর্বধলায় মন্দিরে চুরির ঘটনায় আটক ১

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় বাড়হা (বর্মনপাড়া) কালী মন্দিরে চুরি করতে এসে জনতা ও পাহারারত আনসার সদস্যদের হাতে নেপাল ঘোষ (৩৫) নামের একজন আটক হয়েছে। রোববার (১৮ আগস্ট) রাত ২ টার দিকে উক্ত ঘটনা ঘটে। সে পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের সুধীর ঘোষের ছেলে।

এ ঘটনায় আটক নেপাল ঘোষকে (৩৫) রাতেই আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় লোকজন ও পাহারারত আনসার সদস্যরা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘোষপাড়া মন্দিরে নেপাল জয়সহ দুর্গাপুর উপজেলার অজ্ঞাতনামা ৭/৮ জন মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভাংচুর এর চেষ্টা করলে স্থানীয় অরুণ চন্দ্র বর্মন, মতিন্দ্র চন্দ্র বর্মনসহ অনুমানিক ১৫/২০ জন স্থানীয় লোকজন দানবাক্স ভাংচুর এর শব্দ পেয়ে মন্দিরে প্রবেশ করা দুষ্কৃতকারীরা টের পালিয়ে যাওয়ার সময় লোকজন নেপাল ঘোষকে আটক করে পূর্বধলা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেপালকে হেফাজতে নিয়ে আটক করে। 

ঘোষপাড়া মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র বর্মন বলেন, গতকাল গভীর রাতে একদল দুষ্কৃতিকারী মন্দিরে প্রবেশ করে দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করার সময় স্থানীয় লোকজন হাতে ধরা পরে। মন্দিরের প্রবেশদ্বারে দানবাক্স থাকায় ভাঙ্গার চেষ্টা করে। গেইটে তালা থাকায় মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি। মন্দিরের কোন ক্ষতিসাধন হয়নি।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বর্তমানে নেপাল থানা হেফাজতে আছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

এসআই

Wordbridge School
Link copied!