• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হিলিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবি 


হিলি প্রতিনিধি আগস্ট ১৮, ২০২৪, ০৮:৩৩ পিএম
হিলিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবি 

দিনাজপুর: হিলিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।
 
বেলা ১১ টার সময় উপজেলা ও পৌর সভায় অবস্থান নেন দলের নেতাকর্মীরা। এসময় দুইজন ছাত্র সূর্য ও নাঈম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

সেইসময় অবস্থানরত অবস্থায় উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগের দাবি জানান তারা।

বিএনপি সভাপতি ফেরদৌস রহমান জানান, আজকে আমাদের বিক্ষোভ এর মূল দাবি হচ্ছে দুইজন ছাত্র সূর্য ও নাঈমের হত্যাকারীদের বিচার চাই সেই সাথে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে। 

এআর

Wordbridge School
Link copied!