• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে চোর আটক, গণধোলাই


জেলা প্রতিনিধি, ফরিদপুর আগস্ট ১৯, ২০২৪, ০৩:৪৫ পিএম
চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে চোর আটক, গণধোলাই

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে এক চোরকে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

রোববার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে মৃত হাচেন শেখের ছেলে হায়দার শেখের (৪০) বাড়িতে লুট হয়। ভুক্তভোগীরা জানান, ওই রাতে ঘরের জানালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় পরিবারের সদস্যদের ছুরির মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয় তারা। ওই চোর চক্রের এক সদস্য ধরা পড়লে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওতে চোর বলে, আমি যে স্বর্ণালংকার চুরি করেছি, সব বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। আমার পাঁচ শতাংশ জমি আছে, জমিটুকু বিক্রি করে আপনাদের টাকা পরিশোধ করে দিব।

এর আগে ১২ আগস্ট ঘারুয়া ইউনিয়নের চৌকিখাটা গ্রামের শেখ আক্কাসের ছেলে রাসেল শেখের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ নিয়ে ভাঙ্গা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

গত ২ আগস্ট পার্শ্ববর্তী চাঁনপট্টি গ্রামে ছরোয়ার খলিফার বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা চুরির ঘটনায় ভাঙ্গা থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এমএস

Wordbridge School
Link copied!