• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বাস্থ্যের ডিজি ও দোসরদের পদত্যাগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন


জেলা প্রতিনিধি, দিনাজপুর আগস্ট ২০, ২০২৪, ০৭:৪৮ পিএম
স্বাস্থ্যের ডিজি ও দোসরদের পদত্যাগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর: স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী করেছে বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা স্বৈরাচারী, খুনি শেখ হাসিনার দোসরদের পক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী স্বাস্থ্য অধিদফতর বর্তমান মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমিনসহ স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগের দাবি জানান। পাশাপাশি সকলকে যে কোন ধরনের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকারও আহবান জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দিনাজপুর বৈষম্যবিরোধী চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী পরিষদের আহবায়ক ডা. মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব ডা. মো. জিয়াউল হক জিয়া। 

মানববন্ধনে দিনাজপুরের বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী পরিষদের সদস্য ডাঃ আবুল ফজল মো মোস্তফা সরকার, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. নুরুল ইসলাম, ডা. মো. মিনহাজুল  ইসলাম, ডা. মো. আহসানুল হক এরশাদ, ডা. মো. গোলাম মোস্তফা, ডা. এস কে সাদেক আলী, ডা. মো. শফিউল ইসলাম, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. বেলায়েত, ডা. মোকাদ্দেস হোসেনসহ পরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এমএস

Wordbridge School
Link copied!