মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে হাই কোর্টের রায় অমান্য করে বাড়ী দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে ঘিওর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ভূমির মালিকানা দাবিকারী মোসাঃ জাহানারা বেগম । উপজেলার সিংজুরী ইউনিয়নের রহুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
একাধিক অভিযোগ ও মামলা সূত্রে জানা যায়, রহুন্ডী গ্রামের আর,এস ৫৫ খতিয়ান এবং ২২৯ দাগের ভূমি ভুক্তভোগী জানাহারা বেগম তার পিতার ওয়ারিশান সম্পত্তি শত বৎসর যাবত ভোগ দখল করে আসছে। কিন্তু সেই ভূমি অবৈধ দখলের জন্য প্রতিবেশী আনোয়ার উদ্দিন মন্ডল,মোঃ চান মিয়া,মোঃ সাদ্দাম, শামছুল,শহিদুল্লাহসহ বেশ কয়েক জন ব্যক্তি নানা সময় হুমকি এবং জোরপূর্বক দখল করার চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, আর,এস ৫৫ খতিয়ান এবং ২২৯ দাগের ভূমি নিয়ে প্রতিবেশি আনোয়ার উদ্দিন মন্ডল বর্তমান দখলে থাকা ব্যক্তিদের অজ্ঞাতসারে আর ,এস রেকর্ড সংশোধনী মামলা দায়ের পূর্বক একতরফা ভাবে রায় ঘোষনা পান। এ নিয়ে দু পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। পরবর্তীতে বর্তমান দখলে থাকা ভুক্তভোগী পরিবার জেলা জজ আদালতে গত ২০২০ সালে একটি আপীল মামলা দায়ের করেন। আদালত মামলাটি অগ্রাহ্য করলে ন্যায় বিচারের জন্য সিভিল রিভিশন দায়ের করলে মহামান্য হাইকোর্ট নালিশী তফশীলয় সম্পত্তি নিয়ে মোঃ আনোয়ার উদ্দিন গং কর্তৃক দায়েরকৃত ২৪/২০০৮ সালের মামলার বাদী পক্ষগনদের উক্ত ভূমির উপর স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করে। যা তিন মাস পর্যন্ত বলবত ছিল। এর রেশ ধরে কিছু দিন পর পর তারা নানাভাবে বাড়ীর জমি দখল করার চেষ্টা করে বলে ভুক্তভোগী পরিবার জানায়।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী মোসাঃ জাহানারা বেগমের বাড়ীর উপর বিবাদীরা তাদের ঘর নির্মাণ সামগ্রী এবং বালু রেখে দখলের চেষ্টা করছেন।
অভিযোগকারী জানাহারা বেগম জানান, আমার বাবার রেকর্ডকৃত সম্পত্তি আমরা ভোগ দখলে আছি। এই সম্পত্তি দখলের জন্য বিবাদিরা বিভিন্ন জুলুম অত্যাচার চালায়। আমি এদের সুষ্ঠু বিচার চাই। এ সময় বিবাদীদের সাথে কথা বলতে চাইলে তারা এ জমি সংক্রান্ত কোন কথা বলবেন না বলে জানান।
ঘিওর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। কোর্টে মামলা চলমান। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল । যারা জোরপূর্বক বিভিন্ন মালামাল এবং জিনিসপত্র রেখেছে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে।
এমএস