বরগুনা: বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বরগুনা ২ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তার ভাইস চেয়ারম্যান হওয়ার খবরে বরগুনা সহ পাথরঘাটা, বামনা ও বেতাগীতে আনন্দ মিছিল হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ সাক্ষরিত দলীয় পত্রে উল্লেখ করা হয়েছে দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন করা হয়েছে।
দক্ষিণ অঞ্চলের জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা আলহাজ্ব নূরুল ইসলাম মনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষা জীবন শেষ করে ব্যবসায় মনোনিবেশের পাশাপাশি ১৯৮৮ সালে স্বতন্ত্র নির্বাচন করে বরগুনা ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১ সনে তত্বাবধায়ক সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি পার্লামেন্টে পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। এরপর তিনি ২০০১ সালে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পরাজিত করে তৃতীয়বারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম পার্লামেন্টে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতিও ছিলেন। একই সঙ্গে নূরুল ইসলাম মনি একজন লেখক ও রাজনৈতিক গবেষক।
এসআই