• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আত্মীয়তার পরিচয়ে বিএনপিতে আ.লীগের কোনো স্থান নেই: দুলু


জেলা প্রতিনিধি, নাটোর আগস্ট ২১, ২০২৪, ০৪:৪৮ পিএম
আত্মীয়তার পরিচয়ে বিএনপিতে আ.লীগের কোনো স্থান নেই: দুলু

নাটোর: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ যদি কারও আত্মীয়তার পরিচয় নিয়ে বিএনপির মিছিলে ও কর্মসূচিতে আসে। তাহলে ওই বিএনপির নেতাকেও ছাড় দেওয়া হবে না। কোনো বাহির মাল বিএনপিতে স্থান নেই।

বুধবার (২১ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ১৬ বছর যাদের বিএনপিতে দেখিনি, তারা এখন ডুকেছেন। আমার নির্যাতিত নেতাকর্মী কষ্ট করেছে। বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি তারা দোকানে, ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে যদি চাঁদা আদায় করে, তখন আমাকে ফোন করে জানাবেন। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। যে আওয়ামী লীগ ১৫ বছর অত্যাচার করেছে, তারাও যদি আত্মীয়তার পরিচয় নিয়ে বিএনপির মিছিলে ও কর্মসূচিতে আসে। তাহলে ওই বিএনপির নেতাকেও ছাড় দেওয়া হবে না। কোনো বাহির মাল বিএনপিতে স্থান হবে না।

দুলু বলেন, আমি দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার বক্তব্যে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সাংবাদিকদের খুব ভালোবাসি। সারাদেশে এমন কোনো সাংবাদিক নেই, যে আমাকে পছন্দ করে না। প্রতিটি পত্রিকার সম্পাদকের সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে।   

দুলু আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আপনারা স্বাধীন ভাবে লিখতে পারেননি। হাসিনা সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সাংবাদিক ভাইয়ের লিখতে পারতো না। মামলা দিয়ে পত্রিকার সম্পাদকদের জেলে দিয়েছে। অনেক সাংবাদিকদের বিদেশে চলে যেতে বাধ্য করেছেন। তার কার্যালয়ে, গণভবনে অনেক পত্রিকা পৌঁছাতে পারেনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এমএস

Wordbridge School
Link copied!