• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সুনামগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ আগস্ট ২১, ২০২৪, ০৪:৫৪ পিএম
সুনামগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সুনামগঞ্জ: বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ভুয়া  নার্স অপসারণের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নার্সিং মিডওয়াইফ শিক্ষার্থীরা। 

বুধবার শহরের হাছননগর এলাকা থেকে  আনোয়ারা মুজাহিদ নার্সিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা। এসময় ভুয়া নার্স অপসারণে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকে কার্যালয়ের গিয়ে শেষ হয়।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর ভুয়া নার্স অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করে।

এসময় শিক্ষার্থীরা জানায়, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ৫-৬ হাজার টাকায় ভুয়া নার্স দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।  এতে নিবন্ধিত নার্সরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরো জানান সুনামগঞ্জ সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে লিখিত দেয়া হয়েছে তারা আশ্বস্ত করেছেন তারপরও যদি কাজ না হয়, তাদের অপসারণ না করা হয় তাহলে এই আন্দোলন চলমান থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, অনিবন্ধিত নার্সদের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

এমএস

Wordbridge School
Link copied!