নাটোর: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পাড় থেকে মো. মাহবুব হোসেন (৪২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাসুদেবপুর মধ্যপাড়া দোলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাহবুব হোসেন উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের মো. ইমান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান মাহবুব। পরে আর রাতে বাড়ি ফিরেননি তিনি। বৃহস্পতিবার সকালে নিহতের বাড়ি থেকে দূরে মধ্যপাড়া এলাকার একটি পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এমএস