• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু


রাঙ্গামাটি প্রতিনিধি : আগস্ট ২৩, ২০২৪, ০২:১৭ পিএম
ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

রাঙ্গামাটি: কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি, যা বেড়েই চলেছে। 

পানির চাপে অনেক স্থানেই খুলে গেছে পাটাতনের কাঠ। ফলে সেতুতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পর্যটকদের।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক আলক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে গেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার বিষয় বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পানি কমে গেলে চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!