• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাজাপুরে বাস খাদে পড়ার ১১ঘণ্টা পর যাত্রীর মরদেহ উদ্ধার


ঝালকাঠি প্রতিনিধি  আগস্ট ২৪, ২০২৪, ১২:১৭ পিএম
রাজাপুরে বাস খাদে পড়ার ১১ঘণ্টা পর যাত্রীর মরদেহ উদ্ধার

ছবি : প্রতিনিধি

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার অন্তত ১১ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট ) রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার নৈকাঠি পালবাড়ির এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

নিহত গোপালকৃষ্ণ মজুমদার (৮৫) ঝালকাঠি সদর উপজেলার চারুখান এলাকার মৃত হেমন্ত মজুমদারের ছেলে। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী বৈশাখী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় বাসের ভিতরে কাউকে আটকা অবস্থায় পাওয়া যায়নি। তবে র‌্যাকার দিয়ে বাসটি ওঠানো হয়। এ সময় গোপালকৃষ্ণ মজুমদার নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের নিচে ওই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

এসআই

Wordbridge School
Link copied!