• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সড়কের পাশ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি আগস্ট ২৪, ২০২৪, ১১:১৮ পিএম
সড়কের পাশ থেকে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের পাশ থেকে আল আমিন (৩০) নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগষ্ঠ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তবে চালকের সঙ্গে থাকা ইজিবাইকটি পাওয়া যায়নি। নিহত আল-আমিন কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী রায়েরবাজার ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল হক বিষয়টি নিশ্চিত করেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার আসরের নামাজের পর আল-আমিন বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। 

শনিবার সকালে তারা জানতে পারেন নান্দাইল-ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী সড়কের ঈশ্বরগঞ্জের কবীরপুর এলাকায় তার লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আল-আমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি আঠারবাড়ী রায়ের বাজার ফাঁড়িতে নিয়ে আসে। 

আঠারবাড়ী রায়ের বাজার ফাঁড়ির পরিদর্শক মো. আমিনুল হক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এআর

Wordbridge School
Link copied!