• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ায় পদ্মানদীতে পানি বাড়ল ২ সেন্টিমিটার


লালপুর (নাটোর) প্রতিনিধি আগস্ট ২৭, ২০২৪, ০৭:৩২ পিএম
ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ায় পদ্মানদীতে পানি বাড়ল ২ সেন্টিমিটার

নাটোর: ফারাক্কার ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত ফলে নাটোরের লালপুরে পদ্মানদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। সোমবার সন্ধ্যা ৬ টার রিডিং অনুযায়ী নাটোরের লালপুর এলাকায় পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে ১ দশমিক ৮ মিটার।

নদী-তীরবর্তী বাসিন্দা পিসি ডাক্তার বিপ্লব হোসেন মন্ত্রী জানান, ফারাক্কা বাধের ১০৯টি গেট এক সঙ্গে খুলে দেওয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। এখনো পর্যন্ত বাঁধের ৬টা ব্লক অতিক্রম করেছে নদীর্তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে। পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে।’

পদ্মানদীর তীরবর্তী লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মানদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারাক্কার ১০৯টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, পদ্মানদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। এর পরেও নদী-তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’

এআর

Wordbridge School
Link copied!