• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বন্যায় বানভাসি মানুষের পাশে ‘কেয়ার ফান্ড’ টিম


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৭, ২০২৪, ০৮:৪৫ পিএম
বন্যায় বানভাসি মানুষের পাশে ‘কেয়ার ফান্ড’ টিম

ঢাকা: ফেনীর বন্যা দুর্গত দুর্গম অঞ্চলে বানভাসি মানুষের নিকট খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার লক্ষ্যে CARE FUNDS টিমের স্বেচ্ছাসেবীরা দিনরাত অক্লান্ত পরিশ্রমে এক হাজার (১০০০) পরিবারের মাঝে তাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী থাদ্য সামগ্রী দিয়ে পাশে থাকার চেষ্টা করেছে।  

CARE FUNDS টিমের স্বেচ্ছাসেবীরা ২৩, ২৪, ২৫, ২৬শে আগষ্ট ফেনীর প্রত্যন্ত অঞ্চলগুলোতে থাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তাদের একটি টিম মানুষদের উদ্ধার কর্মসূচি পরিচালনা করেছে। তারা আগামী শুক্রবার ১লা সেপ্টেম্বরে পরবর্তী কার্যক্রম করবে নোয়াখালীর দুর্গত দুর্গম অঞ্চলে।  

CARE FUNDS সকলকে তাদের পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে। তাদের নোয়াখালীর কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশের জনগণকে আর্থিক আমানত দিয়ে সঙ্গী হতে বলেছেন।

এআর

Wordbridge School
Link copied!