• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

মাঙ্কিপক্স ঠেকাতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা


হিলি (দিনাজপুর) প্রতিনিধি আগস্ট ২৮, ২০২৪, ০১:৩১ পিএম
মাঙ্কিপক্স ঠেকাতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতা

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুরের হিলি সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বসানো হয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েকশো পাসপোর্ট যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে।

বিষয়টি নিশ্চিত করে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল বলেন, বিশ্বের কয়েকটি দেশে মাঙ্কিপক্স ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। এই ক্ষেত্রে বিজিবিরাও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়িয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন যাত্রীদের।

হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, যেহেতু বিশ্বে এমপক্স এর আর্বিভাব হয়েছে, হিলি একটি স্থলবন্দর এলাকা এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, সেই কারনে আমাদের হিলি ইমিগ্রেশনে একটি মেডিক্যাল টিম দেওয়া আছে যাতে ভারত থেকে যাত্রীরা আসলে এমপক্স আছে কিনা সেটি শনাক্ত করবে, যদি শনাক্ত হয় সে ক্ষেত্রে আমাদের হাসপাতালে পাঠানো হলে আমরা তার ব্যবস্থা নিব।

তিনি আরও বলেন, যদিও আমাদের হিলিতে মাঙ্কিপক্স রোগি পাওয়া যায়নি। কিন্তু আমরা সর্তক অবস্থায় আছি।

এসআই

Wordbridge School
Link copied!