Menu
ছবি : প্রতিনিধি
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় মহারাজ হাওলাদার (৬০) নামের এক কৃষকের ঝুলন্ত লা’শ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির পিছনের একটি কাঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বিনাপানি গ্রামের ৫নং ওয়ার্ডের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার।
স্বজন ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের কারণে ভোরে ঘর থেকে বের হয়ে নিজ বাড়ির পিছনে একটি কাঠাল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT