লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) রাতে পৌর শহরের লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া দুর্গতদের এ খাবার দেওয়া হয়। এ কেন্দ্রে ৬০ পরিবার আশ্রয় নিয়েছে।
কুমিল্লা সেনানিবাসের (১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান খাবার বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন।
ক্যাপ্টেন শাহ মোহতাসিম রহমান জানান, লক্ষ্মীপুরে প্রতিদিন দুটি আশ্রয়কেন্দ্রে সেনাবাহিনীর উদ্যোগে রাতে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ ছাড়া বন্যাদুর্গতের মাঝে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত রয়েছে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৭ লাখ মানুষ বন্যায় পানিবন্দি রয়েছে। এ ছাড়া প্রায় ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। পানিবন্দি বাকিদের মধ্যে অনেকে আত্মীয়স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছেন। আর পানিবন্দি মানুষের মধ্যে বৃহৎ অংশ বাড়িঘরের মায়া ছাড়তে পারছেন না। এ জন্য সীমাহীন কষ্টের মধ্যেও বাড়িঘর ছেড়ে যাননি।
এআর
আপনার মতামত লিখুন :