• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

নরসিংদীতে প্রাণ আরএফএল কারখানায় আগুন


নিজস্ব প্রতিবেদক:  আগস্ট ৩০, ২০২৪, ০৮:৪৫ পিএম
নরসিংদীতে প্রাণ আরএফএল কারখানায় আগুন

নরসিংদী: নরসিংদীর পলাশে প্রাণ আরএফএল গ্রুপের ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  শুক্রবার (৩০ আগস্ট) বিকালে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজিরচর এলাকার পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারী।

পলাশ ফায়ার সার্ভিস ও পার্কের শ্রমিকরা জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে ডাংগা ইন্ডাস্ট্রিয়াল পার্কের পিএইচ ফোম (ওয়ান টাইম) শাখায় আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশন, নরসিংদী ও মাধবদীর ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে। 

এছাড়াও ঘটনাস্থলে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। পরে ৩ ঘণ্টার চেষ্টায় সন্ধা ৭টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসলেও পিএইচ ফোম শাখা আগুনে পুড়ে যায়।

আইএ

Wordbridge School
Link copied!