• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:  আগস্ট ৩১, ২০২৪, ০৯:১০ পিএম
ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ঘাগড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া-চৌরাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়৷

মতবিনিময় সভায় ঘাগড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার বলেন, জুলুম অত্যাচার সহ্য করে আমরা এই পর্যন্ত এসেছি। আজকে বাংলাদেশে পটপরিবর্তন হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ তাদের জান্নাত দান করুন। 

মনে রাখবেন, আমরা যারা বিএনপি করি সবাই ভাই ভাই। কাউকে খাটো করে দেখতে চাই না। জাতীয় প্রয়োজনে একতাবদ্ধ থাকতে হবে। আমরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমরা কেউ উত্তাপ ছড়াব না।

এআর

Wordbridge School
Link copied!