• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

ফরিদপুরে আলোচিত প্রধান শিক্ষক জয়নুলের বহিষ্কারের দাবিতে মানববন্ধন


ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৪, ০১:৪১ পিএম
ফরিদপুরে আলোচিত প্রধান শিক্ষক জয়নুলের বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ফরিদপুর: ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদিনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১:৪০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘সাধারণ ছাত্র সমাজ এবং ধর্ষণ প্রতিরোধে আমরা’ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক একজন দুশ্চরিত্র প্রকৃতির। তিনি সব সময় শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করতেন। তার বিরুদ্ধে ছাত্রীদের সাথে যৌন হয়রানীর অভিযোগ রয়েছে।

তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারো আমাদের বিদ্যালয়ের দায়িত্ব নেবার জন্য চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীরা তার এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে।

আর তাই উনার মত একজন শিক্ষক যাতে বিদ্যালয় প্রবেশ করতে না পারে এবং দায়িত্ব গ্রহণ করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের নিকট দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানহা, হাজেরা তুলি ও আয়েশা।

এসএস

Wordbridge School
Link copied!