• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গুম হওয়া পিয়াসের সন্ধান চায় পরিবার


পাবনা প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:০২ পিএম
গুম হওয়া পিয়াসের সন্ধান চায় পরিবার

পাবনা: ২০১৬ সালের ৪ ডিসেম্বর মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে মায়ের সাথে খাওয়া-দাওয়া করেন আব্দুল গাফ্ফার পিয়াস। খাওয়া শেষ করেই ভাইকে সহযোগিতা করতে ভাইয়ের দোকানে বসেন।

ওইদিন দুপুরে আড়াইটার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে এসে তার মোবাইল কেড়ে নেন এবং বাহিরে‌ আসতে বলেন। বাহিরে আসার সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যান। তারপর থেকে গত ৮ বছর ধরে নিখোঁজ আব্দুল গাফ্ফার‌ পিয়াস।

গুমের শিকার আব্দুল গাফ্ফার‌ পিয়াসকে ফেরত চেয়ে সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। আব্দুল গাফফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরী বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, ঘটনার পর সেদিন থানায় জিডি করতে গেলেও থানা পুলিশ জিডি নেয়নি। তবে তার পোড়াশোনা, চলাফেরা, ধর্মকর্ম নিয়ে পুলিশ নানান সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিলেন। তিনি খুম ধার্মিক ছিলেন, কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যতো অপরাধই করুক না কেন প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু তার খোঁজ চান পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবী সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!