ভোলা: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন, ওই গ্রামের আব্দুল রাজ্জাকের ৮ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার ও মাকসুদুর রহমানের ৫ বছরের মেয়ে রাবেয়া বসরী। তারা দু'জন সম্পর্কে চাচাতো বোন।
মৃত শিশু দু'টির পরিবার জানায়, শিশু দু'টিকে তাদের দাদির কাছে রেখে তাদের মা স্কুলে গিয়েছিল। এ ফাঁকে শিশু দু'টি বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে খাদিজার দাদি তাদেরকে খোঁজ গিয়ে দেখেন খাদিজার লাশ পুকুরের পানিতে ভাসছে।
তার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ এসে পুকুরে নেমে খাদিজা আক্তার ও রাবেয়া বসরীর মরদেহ দু'টি উদ্ধার করে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। শিশু দু'টির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএস