• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক


বরিশাল প্রতিনিধি সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:৩২ পিএম
মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে আটক

বরিশাল: ভোলায় টাকার জন্য নুরজাহান বেগম (৭০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে ভূট্ট ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে থাকে আটক করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে পৌর কাঠালী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ভোলা পৌর কাঠালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নুরজাহান বেগম প্রায় ৩০ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। সে সুবাদে কাউন্সিলরের পুরোনো বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভূট্ট তার মায়ের কাছে টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করেন ভূট্ট। পরে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

তিনি আরো জানান, নিহতের বোনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

এসএস

Wordbridge School
Link copied!