• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৪৫ ঘণ্টা পর স্বর্ণার মরদেহ ফেরত দিলো বিএসএফ


মৌলভীবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৪, ০১:৪২ পিএম
৪৫ ঘণ্টা পর স্বর্ণার মরদেহ ফেরত দিলো বিএসএফ

মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত স্কুলছাত্রী স্বর্ণা দাসের (১৬) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ।

এর আগে গত রোববার রাত ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা। পরদিন রাতে বিষয়টি জানাজানি হয়।

নিহত স্বর্ণা দাস মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তার বড় ছেলে থাকেন। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে যাওয়ার চেষ্টা করেন। সীমান্তে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে স্বর্ণা ঘটনাস্থলেই নিহত হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!