• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি সেপ্টেম্বর ৫, ২০২৪, ১২:৩৪ পিএম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ সজীবের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন সজীব।

মোহাম্মদ সজীব রাজধানীর পল্লবী থানার ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। বুধবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন তারা। এসময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফগার্ড কর্মীরা ৪ জনকে জীবিত উদ্ধার করে। কিন্তু সাগরের বিভিন্ন পয়েন্টে খুঁজেও সজিবের সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈকতের নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে সজীবের মরদেহ ভেসে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এসএস

Wordbridge School
Link copied!