• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

নাফ নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৮:৩৩ পিএম
নাফ নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে কেওড়া ফল আনতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নদীর হ্নীলা হোয়াব্রাং এলাকায় দুই শিশুর মরদেহ পাওয়া যায়।

তারা হলো, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আবু আহমদের ছেলে মো. উসমান (৮) ও মো. জিহাদ (৫)।

হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কেওড়া এক ধরনের লবণাক্ত সুস্বাদু ফল। নাফ নদীর দুপাশে কেওড়া বাগানে এসব ফল ফলে। স্থানীয়ভাবে কেজি ১০০-১৫০ টাকায় বিক্রি করা যায়। ধারণা করা হচ্ছে হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নাফ নদীতে কেওড়া ফল আনতে গিয়েছিল দুজন। স্বজনরা অনেকক্ষণ বাড়ি না ফেরায় খুঁজতে গিয়ে তাদের মৃত অবস্থায় সেখানে পেয়েছেন।

শিশুদের বাবা আবু আহমেদ জানান, দুই ছেলে বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নাফনদীর দিকে যায়। ধারণা করা হচ্ছে তারা সাঁতার কেটে কেওড়া ফল নিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে শিশুদের মরদেহ উদ্ধার করে প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফন করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফ নদীতে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!