নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন বাজারে অবস্থিত জাহিদুল ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঞ্চন উত্তর বাজারে এ ঘটনা ঘটে। ডাকাতরা দোকানের ভিতর থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬টি স্মার্ট টেলিভিশনসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী করেছেন প্রতিষ্ঠানের মালিক।
প্রতিষ্ঠানের মালিক রাশেদুল ইসলাম জানান, গতরাত ১০ টার দিকে তার মালিকানাধীন জাহিদুল ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সের কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়।
রাতের কোন এক সময় একদল ডাকাত দোকানের পিছনে সাঁটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন ব্রান্ডের ৩৬টি স্মার্ট টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, রাইস কুকার, ওভেন সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবী করেন তিনি। খবর পেয়ে পু্লিশ ঘটনাস্থল পরিদর্শ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ভারপ্রাপ্ত) জুবায়ের হোসেন বলেন, ইলেকট্রনিক্সের দোকানে মালামাল লুটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএস