• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘাটাইলে দুই জনের মরদেহ উদ্ধার


টাঙ্গাইল প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৪, ০২:১০ পিএম
ঘাটাইলে দুই জনের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানিয়াপাড়া ও কাশতলা ভিটিবাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে সাজ্জাদ হোসেন ইমন নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এদিকে কাশতলা ভিটিবাড়ি এলাকার একটি পুকুরে কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার উপ-পুলিশ পরিদর্শক রুবেল রানা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

এসএস

Wordbridge School
Link copied!