পিরোজপুর: সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর তাফসীর মাহফিল প্রচার করায় পিরোজপুরের ইন্দুরকানীতে ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক নেতাসহ দুইজনকে কুপিয়ে গুরুতর জখম করা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আহমেদ আলী গাজীর ছেলে জামায়াতে ইসলামীর ওয়ার্ড নেতা শাজাহান গাজী (৫৫) ও তার ভাই আ: রশিদ গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
আহতদের অভিযোগ, সেউতিবাড়িয়া গ্রামের আওয়ামী ক্যাডার আব্দুল লতিফ গাজী, তার দুই সন্তান তরিকুল গাজী ও শরিফুল গাজী এবং সেকান্দার ফরাজীর ছেলে জামাল ফরাজীসহ ২০-২৫ জনের একটি দল প্রকাশ্য দিবালোকে শাহজাহান গাজী ও তার ভাইয়ের উপরে হামলা করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে আবাসিক মেডিকেল অফিসার নুর উদ্দিন আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসক নুর উদ্দিন জানান, আহতদের মধ্যে শাজাহান গাজীর অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। দুই হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এসএস