• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নড়াইলে সড়কে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা 


নড়াইল প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৪, ১১:২৯ এএম
নড়াইলে সড়কে শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা 

ছবি : প্রতিনিধি

নড়াইল: নড়াইলের কালিয়ায় আরবি পড়ে ফেরার পথে মোটরসাইকেলে দূর্ঘটনায় নাসিম শেখ (২৪) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার দিকে উপজেলার চানপুর- রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত. শহিদুল শেখের একমাত্র পুত্র সন্তান ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি শিক্ষার জন্য প্রতিদিনের ন্যায় নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। প্রতিদিন আরবি পড়া শেষ করে রাত ৮ টা থেকে সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরে আসেন। বাড়িতে মোটরসাইকেল যোগে ফেরার পথে চানপুর- রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীকে। অন্যদিকে কিছু দূরে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেল আরোহী সহ একের অধিক লোককে দাড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে দ্রুত চানপুরের দিকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহত নাসিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচাতো ভাই রাব্বি শেখ বলেন, রাতে মোটরসাইকেলের আলো দূর থেকেই দেখা যায়। সেক্ষেত্রে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হওয়া টা অস্বাভাবিক। ধরে নিলাম সংঘর্ষ হয়েছে, তাহলে কি এক মোটরসাইকেল চালক মারা যাবে আর অন্য মোটরসাইকেলে যারা থাকবে তাদের কিছুই হবেনা। স্থানীয় লোকজন যখন চিৎকার দিছে তারা (অন্য মোটরসাইকেলের আরোহী) পালিয়ে যায়। আমাদের সন্দেহ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত নাসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে এটি সড়ক দূর্ঘটনায় মৃত্যু নাকি হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। 

এসআই

Wordbridge School
Link copied!