• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত, যুবকের বিরুদ্ধে মামলা 


বরগুনা প্রতিনিধি সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৭:০০ পিএম
মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত, যুবকের বিরুদ্ধে মামলা 

বরগুনা: প্রকাশ্যে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আঃ রশীদকে লাঞ্ছিত করার ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধা অভিযোগ করলে থানায় তা এজাহার হিসেবে গণ্য হয় বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেওয়ান জগলুল হাসান। মামলার অভিযুক্ত শাওন মোল্লার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করার সময় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আঃ রশীদকে অভিযুক্ত আসামি উদ্দেশ্যমূলক ভাবে গালিগালাজ করে এবং প্রকাশ্যে জনসম্মুখে মারধর করে। 

এব্যাপারে বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, সিনিয়র সিটিজেন এবং একজন মুক্তিযোদ্ধাকে মারধর করা একটি নিন্দনীয় ঘটনা। যতটুকু ঘটনা হয়েছে সে আলোকে মামলা হয়েছে। 

এব্যাপারে বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন বলেন, মূলত শাওন মোল্লা বিএনপির কোন কমিটির সদস্য ছিলনা। তার বাবা যেহেতু সাবেক কমিটির আহ্বায়ক ছিলেন, কিন্তু দল তাদের সেই কমিটি বাতিল করে দিয়েছে। দলে তারও কোন পদ পদবী নেই। তিনি আরও বলেন শাওনের একজন বয়স্ক মানুষকে হেনস্তা করা ঠিক হয়নি। শাওনের এই কাজের দায়ভার বিএনপির নয় এটি তার একান্ত ব্যক্তিগত।

এসএস

Wordbridge School
Link copied!