• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

আবু সাঈদ হত্যা : দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড


রংপুর ব্যুরো সেপ্টেম্বর ১০, ২০২৪, ১১:২৯ এএম
আবু সাঈদ হত্যা : দুই পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড

ছবি : প্রতিনিধি

রংপুর: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বেরোবি (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই পুলিশ সদস্য তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ তে পিবিআই পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে চার দিন মঞ্জুর করেন। 

এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জাকির হোসেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

এসআই

Wordbridge School
Link copied!