দিনাজপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ই আগস্ট হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুনে পুড়ে নিহত আসাদুজ্জামান সূর্যের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ১ মাস ৫ দিন পর কবর থেকে উত্তোলন করা হয় তার মরদেহ। নিহত আসাদুজ্জামান সূর্য বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর ছেলে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় ডাঙ্গাপাড়া কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই সুজন বাদী হয়ে গেলো ১৯শে আগস্ট হাকিমপুর থানায় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র জামিল হোসেন চলন্তসহ ২৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন যেখানে অজ্ঞাত আসামি আরো ৯০/১০০ জন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামসহ পুলিশের সদস্যরা।
এসএস