• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ২


ঝিনাইদহ প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৪:৪৪ পিএম
গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু, আহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত রাশেদ শেখ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাকের বাড়িতে গরু চুরি করতে যায় রাশেদ, তার ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। এসময় জনতার হাতে আটক হয় রাশেদ শেখ। এসময় চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়।

পরে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত রয়েছে।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণপিটুনির শিকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!