• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ‘কাওয়ালি সন্ধ্যা’ আয়োজিত


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:৪৪ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ‘কাওয়ালি সন্ধ্যা’ আয়োজিত

কুমিল্লা: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জুলাই ও আগস্ট মাসের ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি সন্ধ্যা। 

এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৈষম্যবিরোধী সাংস্কৃতিক মঞ্চ। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজের মুক্তমঞ্চে এ ‘কাওয়ালি সন্ধ্যা আয়োজিত হয়।

এ আয়োজনে আবৃত্তি পরিবেশন করে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের কর্মীরা। পরে, বিভিন্ন সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী বিভিন্ন কাওয়ালী সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো সিন্দাবাদ সাংস্কৃতিক পরিষদ। 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সক্রিয় সদস্য বলেন, ‘গত ৫ আগস্টের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সময় ভিন্নমতের মানুষরা মত প্রকাশ করতে পারতো না। সেই ধারবাহিকতায় ঢাবিতে যখন কাওয়ালির আয়োজন করা হয়, তখন তাতে স্বৈরাচারের দোসররা বাধা প্রদান করে। আমাদের আজকের এই আয়োজন মূলত সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ।'

এআর

Wordbridge School
Link copied!