• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:২৩ এএম
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রের মৃত্যু

ফাইল ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাদশা (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বাদশাসহ তিনজন এক মোটরসাইকেলে দর্শনা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে জয়রামপুর কাঠালতলা নামক স্থানে রাস্তা পার হওয়া আলা নামের এক পথচারীর সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে চার জন আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আল ইমরান জুয়েল বাদশাকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে পথচারী আলার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়েছে। আহত মোটরসাইকেল আরোহী দু'জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার এএসআই আরাফাত ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় বাদশা নামে একজন মারা গেছে। লাশ মর্গে রাখা আছে।

এসআই

Wordbridge School
Link copied!