• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন


ঠাকুরগাঁও প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৪:০৭ পিএম
ঠাকুরগাঁওয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে রাসেল হোসেন (২৬) নামে এক যুবক  খুন হলো। এ ঘটনায় তারই বন্ধু সাঈদ হোসেনকে আটক করেছেন পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আর আটককৃত সাঈদ একই এলাকার মো: বাঠুর ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া বাগানের তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাঈদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার মৃত্যু হয়।

এঘটনার পর ওই রাতেই ঘাতক সাঈদ পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পন করে। পরে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!