কুমিল্লা: বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ চারা বিতরণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০০ জন কৃষকের মাঝে আমন ধানের চারা বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এসময় তিনি বলেন, বন্যা চলাকালীন সময়ে আনসার ভিডিপির পক্ষ থেকে বন্যা কবলিতদের উদ্ধার, খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার পরবর্তী সময়ে খাদ্য সংকট যেন না থাকে, সে লক্ষে আজকে আমাদের এ উদ্যোগ। পরবর্তীতে তালিকা করে বন্যায় বাড়িঘর হারানোদের পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন-জেলা কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য, জেলা কমান্ডেন্ট মোহাম্মদ রাশেদুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী সহ আরও অনেকে।
এসএস