হিলি: সরকার পতন হওয়ায় দীর্ঘ ৯ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে সংগঠনের চারমাথাস্থ নিজস্ব কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহীদুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এতে সংগঠনের আয়-ব্যয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এরপর কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে সাধারণ সদস্যদের সম্মতিতে স্থানীয় পৌর সভার সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীকে সভাপতি এবং নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকীম মন্ডল ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ আরও অনেকে।
এসএস