• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১
মুনিয়া হত্যা

‘বিগত সরকার ব্যবস্থা নেয়নি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই’


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১০:১৩ পিএম
‘বিগত সরকার ব্যবস্থা নেয়নি, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই’

কুমিল্লা: মোশারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বলেছেন, ‘২০২১ সালের ২৬ এপ্রিল আমার বোনকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। বিগত সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এখন সুযোগ এসেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন টকশোতে এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন। ওনার হাতে এখন প্রচুর ক্ষমতা। আশা করি, ন্যায় বিচার নিশ্চিতে তিনি শক্তিশালী ভূমিকা রাখবেন।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা টাউন হল গেটের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রাজধানীর গুলশানে মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা অংশগ্রহণ করেন।

তানিয়া বলেন, ‘ফাঁকা চেকে টাকা উড়িয়ে সবাইকে ম্যানেজ করেছে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। নাহলে বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হওয়ার পরও কেন আমার বোন মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার আসামিকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি?’

তিনি বলেন, ‘আপনাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে। কেউ কেউ দাবি করেছেন আমি টাকা খেয়ে আপোস করে ফেলেছি। আমি আপোস করিনি। আপোস করব না, করব না। বাংলাদেশের বিচার ব্যবস্থার যতদূর যাওয়া যায়, আমি ততদূর গিয়েছি। কিন্তু পিবিআই ভিত্তিহীন রিপোর্ট দেয়। নিম্ন আদালত প্রথমে ন্যায়ের পক্ষে থাকলেও পরে আমাদের মামলা খারিজ করে দেয়। তবে উচ্চ আদালত নিরাশ করেনি। মামলা এখন উচ্চ আদালতে।’

মানববন্ধনে আইনজীবী মানিক বলেন, ‘কালো গুণ্ডারা দেশ ছেড়ে পালিয়েছে। বিগত সরকার এই হত্যাকাণ্ড নিয়ে অনেক জল ঘোলা করেছে। আমরা হাল ছাড়িনি। মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন গ্রহণ করেছেন। সরকার পরিবর্তন হয়েছে। চিকন-মোটা, ধনী-গরীব বিবেচনায় আর বিচার হবে না, বিচার হবে ন্যায়ের ভিত্তিতে।’

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘বিগত চার বছর সারাদেশে মিছিল, মিটিং, মানববন্ধন করেছি। কিন্তু বিচার পাইনি। মুনিয়া বীর মুক্তিযোদ্ধার সন্তান। তারপরও আমরা ন্যায় বিচার পাইনি। সন্তান হত্যার বিচার না পাওয়ার জন্য মুনিয়ার বাবা মুক্তিযুদ্ধ করেননি। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে মুনিয়া হত্যার কার্যকর বিচার দাবি করছি।’

মানববন্ধন কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এরশাদ মিয়া, জাকির আহমেদ, মনু মিয়া, সোবহান, রাশিদা বেগম, স্মৃতি আক্তার, শিউলি আক্তার, দেলোয়ারা বেগমসহ শতাধিক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School
Link copied!