• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

সমাবেশে এসে বাড়ি ফেরা হলো না রাকিবুলের


রংপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৪, ২০২৪, ১১:২৬ পিএম
সমাবেশে এসে বাড়ি ফেরা হলো না রাকিবুলের

রংপুর: হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুরের বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করতে এসেছিলেন মাদ্রাসা শিক্ষার্থী রাকিবুল ইসলাম (১৪)। 
কিন্তু সমাবেশ শেষে বাড়ি ফিরেছে তার নিথর দেহ।

সমাবেশস্থলে শহীদ মিনারের পার্শ্ববর্তী দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে তার। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হৃদবিদারক এমন ঘটনা ঘটেছে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে।

নিহত রাকিবুল পীরগঞ্জ উপজেলার শিবটারী এলাকার শহিদুল ইসলামের ছেলে। ওই এলাকার জামতলা মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল সে।

হেফাজতের ইসলামের নেতা ক্বারী আতাউল হক জানান, হেফাজত ইসলামের রংপুর বিভাগের গণসমাবেশে অংশ নিতে এসেছিল রাকিবুল। বিকেলে সমাবেশ চলাকালীন পাবলিক লাইব্রেরী মাঠের পাশের শহীদ মিনারের পার্শ্ববর্তী একটি দেয়াল হঠাৎ ভেঙে যায়। এসময় সেখানে চাপা পড়ে রাকিবুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম সরদার সোনালী নিউজকে বলেন, এবিষয়ে কোন অভিযোগ হয়নি। পরিবারের লোকজন আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য,২০১৩ সালে শাপলা চত্ত্বরের গণহত্যা, ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি রক্ষার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ রংপুরের আয়োজনে আজ বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


এসএস

Wordbridge School
Link copied!